মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

গ্রীন লীফ পরিবার ও মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারকে টিন প্রদান

 





শহর প্রতিনিধিঃ

গ্রীন লীফ পরিবার ও মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে এক বান টিন দেওয়া হয়েছে। 

রবিবার ৯ই এপ্রিল ২৬শে রামাদান ৭ নং ওয়ার্ড এর দরগা মহল্লার অসহায় পরিবারের হাতে এ টিন হস্তান্তরে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার  কার্যনির্বাহী সদস্য সারওয়ার মজুমদার ইমন, সালেক আহমেদ, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রীড়াবিদ রুহুল আমিন রাহুল, আম্পায়ারস এন্ড স্কোরার্রস এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ও বি সি বি কোচ রেজওয়ান মজুমদার রুমান, তারেক আহমেদ, আলদিন আলিসহ দরগা মহল্লার যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments