মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজারে অনাকাঙ্ক্ষিত ভূলে রোগীর মৃত্যু ;পরিবারের উপস্থিতিতে বিষয়টি সমাধান


বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার আলীনগর ইউনিয়নের
চিৎলিয়া গ্রামের মরহুম বাদশা মিয়ার সহধর্মিণীর মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের সকলের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

মৃত্যুবরণকারী রোগী আশিকজান বিবির বড় ছেলে তাজুদ এর বরাত দিয়ে জানাযায়,প্রফেসর গোলাম রহমানের পরামর্শে পেটের ব্যাথা নিয়ে পিত্তনালীর পাথর অপসারণ করার জন্য মৌলভীবাজার শহরের নুরজাহান (প্রা:) হাসপাতালে ভর্তি হন। অপারেশন করার পর থেকেই পেটের ভেতর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ ও অধিক পরিমানে জলীয় পদার্থ বের হতে থাকে। রোগীর স্বজনরা কোন উপায় না দেখে রোগী আশিকজান বিবি কে ২৯ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান।ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

২১সেপ্টেম্বর রাত ১১.৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ
করেন।

এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ডা: গোলাম রহমানের 'ভুল' চিকিৎসায় রোগীর মৃত্যু হয় বলে যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে আপনার মতামত কি জানতে চাইলে আশিকজান বিবির বড় ছেলে তাজুদ জানান, ডা: গোলাম রহমানের ভুল চিকিৎসার কারণে আমার মায়ের মৃত্যুর সংবাদ প্রচার হয়েছে তা সত্য তবে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি।

আজ ২৬শে সেপ্টেম্বর এবিষয় নিয়ে আমার  পরিবারের সদস্যদের নিয়ে ডাঃগোলাম রহমানের পক্ষে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিসহ আমার বাড়িতে  বৈঠক হয়।তিনি(ডাঃ গোলাম রহমান) এবিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন অনাকাঙ্ক্ষিত ভাবে এ দূর্ঘটনার জন্য আমি আপনাদের পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থী।একজন ডাক্তার কখনোই চাইবেনা তার রোগীর মৃত্যু হউক।

তাহাদের অনুরোধ এ বিষয়টি প্রত্যাহার করে
আমরা আমাদের পরিবারের সকল সদস্য একমত হয়ে বিষয়টি বিবেচনা করে আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দিয়েছি।এবং যারা এবিষয়ে সংবাদ প্রচার করেছেন সকলের কাছে বিনীত অনুরোধ করছি এ বিষয়ে যেন আর কিছু না লিখেন। আমি এবং আমার পরিবার একসাথে বসে ডাঃগোলাম রহমান এর সাথে বিষয় টি মীমাংসা করে ফেলেছি।তিনি আরও বলেন মানুষ ভূলের উর্ধে নয় আল্লাহর হুকুমে আমার মায়ের মৃত্যু হয়।সবাই দোয়া করবেন আল্লাহ আমার মমতাময়ী মা কে জান্নাত যেন দান করেন।

Post a Comment

0 Comments