মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মিলু কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত

 


বিশিষ্ট ছড়াকার, লেখক ও সাংবাদিক সৈয়দ মিলু কাশেম সম্মণে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ‍্যা ৭ ঘটিকার সময় সৈয়দ মোজতবা আলী সরকস্থ দৈনিক বাংলার দিন পত্রিকার অফিসে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক দৈনিক মৌলভীবাজার বার্তা ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক জনাব বকসি ইকবাল আহমেদ।  উক্ত শোক সভায় বিশিষ্ট অতিথি বৃন্দের মধ‍্যে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন, বিশিষ্ট লেখক ও গবেষক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়শন মৌলভীবাজার জেলার সভাপতি  জনাব, সৈয়দ কামাল আহমেদ (বাবু),  জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলার সদস্য সচিব জনাব,  এম এ রহিম, সাংবাদিক  ময়নুল ইসলাম চৌধুরী, অ‍্যাডভোকেট ময়নুল হোসেন চৌধুরী (মুকুল), ভাষা সৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস‍্য সচিব, জনাব খিজির মোহাম্মদ জুলফিকার, সাংবাদিক  দুরুদ আহমদ,  এশিয়ান টেলিভিশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব, মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, দৈনিক আলোকিত সকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব, তরফদার মামুন, সাংবাদিক জোবায়ের আহমদ, এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার এর সহ সভাপতি ও সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার ষ্টাফ রিপোর্টার জনাব, দেওয়ান মোনাকিব চৌধুরী  প্রমুখ।

বক্তাগন এই গুণী মানুষটির রুহের মাগফেরাত কামনা করে উনার কর্মময় আলোকিত জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্যে প্রদান করেন।

Post a Comment

0 Comments