বিশেষ প্রতিনিধিঃ
শোকের মাস আগস্ট। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশে বেদনাবিধুর পরিবেশে পালিত হচ্ছে মাসটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার করা হয়েছিল এ মাসে।
এই মাসে সাধারণত কোনো ধরনের উৎসব বা সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করা হয়ে থাকে। কারণ শোকের মাসে এ জাতীয় অনুষ্ঠান আয়োজন মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী।
এদিকে বাঙালির শোকের মাসে সম্মেলন উদযাপন করে তোপের মুখে টিএসএস সংগঠন নামধারী কিছু নেতৃবৃন্দ।
সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জানা গেছে আগস্ট মাসে সংগঠনের সব ধরনের সম্মেলন বা আনন্দ উৎসব না করার জন্য সংগঠন এর সকল ইউনিটকে নিষেধ করা হয় কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিএসএস জেলা কমিটি নামে স্থানীয় লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে ১৮ই আগষ্ট শুক্রবার কতিপয় ব্যক্তি দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে।
উক্ত সম্মেলন লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে না করার জন্য সেন্ট্রাল কমিটি ও প্রতিষ্ঠাকালীন সদস্যরা লিখিতভাবে আপত্তি জানালেও সেই আপত্তিকে উপেক্ষা করে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সনাতনী সমাজের নেতৃস্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ টিএসএসের সাধারণ সদস্যরা এ সম্মেলনকে বর্জন করেছেন।
উল্লেখ্য যে, এ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে শ্রীমঙ্গল নিবাসী গৌরা পদ রায় ও মৌলভীবাজারস্থ সৈয়ারপুর নিবাসী
পবলু দত্ত কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ শহরের বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়া কুটুক্তি ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন বক্তব্যবের কারনে সংগঠনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।
0 Comments