মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের ব্যবসী মো: রুবেল আহমদের গাড়ীর গেরেজে কয়েকজন মিলে ব্যবসায়ি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তিনটি কার একটি জীপগাড়ীসহ দোকানের আসবারপত্র রামদা ও লোহার রড় দিয়ে ভেঙ্গে ফেলে। এতে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধন হয় ।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৯ জুলাই রাতে ব্যবসায়ী রুবেল আহমদকে ফোন করে দুই লক্ষ টাকা চায় নাজির হোসেন এসময় রুবেল দিতে পারবে না বললে, নাজির হোসেন বলে আমি একটা গাড়ী কিনবো আমার গাড়ীটা টাকা ছাড়া কাজ করে দিতে তখন রুবেল টাকা ছাড়া গাড়ীর কাজ করবো না বলে।সাথে নিয়ে আসা অজ্ঞাতনামা ১০/১৫ জন লোকজন রুবেলের গেরেজে হামলা চালিয়ে এ ঘটনাটি ঘটায় ।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানা ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, দুই পক্ষর অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments