জোবায়ের আহমদঃ
মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানার সঞ্চালনায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো: আজমল হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুলসহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিত্ব,সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার লোকজন।
সভায় মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে।
0 Comments