মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

কমলগঞ্জে ১১টি চোরাই মোবাইলসহ ১জন আটক



কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনায় ১১টি চোরাই মোবাইলসহ চুরির ঘটনায় জড়িত সুমন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গত ২৭ নভেম্বর কমলগঞ্জ থানাধীন ভানুগাছ বাজারে একটি মোবাইলের দোকান চুরি হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল রাতে ফুলবাড়ী চা বাগান থেকে সুমন মিয়া,সৈয়দ মিয়া (৪০)কে সনাক্তপূর্বক গ্রেফতার করে। 

আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের বিভিন্না জায়গায় অভিযান পরিচালনা করে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন মিয়া ফুলবাড়ি চা বাগানের মনির মিয়ার ছেলে। আজ সকালে আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments