মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার পথ শিশুদের খাবার দিলেন আলোর পথে সামাজিক সংগঠন

 



জোবায়ের আহমদঃ
২৪ ডিসেম্বর রাতে ৯টায় আলোর পথে সামাজিক সংগঠন এর আয়োজনে মৌলভীবাজার একটি অভিজাত রেস্টুরেন্টে ৮০ জন এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেন।



এসময় উপস্থিত ছিলেন আলোর পথে সামাজিক সংগঠনের সভাপতি মোঃ দিলু মিয়া, সহ সভাপতি ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জুনেদ আহমদ  চৌধুরী সাধারন সম্পাদক এম ডি শিপন আহমদ সংগঠনের উপদেষ্টা ও বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।

আয়োজকরা জানান,পথশিশুরা অযতœ-অবহেলায় কষ্টকর জীবন যাপন করে। তারা এক বেলা কিছু খাবার জোটাতে পারলেও অনেক সময় অভুক্ত থাকতে হয়।

এসব অবস্থা বিবেচনায় মৌলভীবাজার আলোর পথে সামাজিক সংগঠন পথশিশুদের মাঝে খাবারের আয়োজন করেন। উন্নতমানের খাবার পেয়ে পথশিশুরাও সন্তুষ্টি প্রকাশ করে।

Post a Comment

0 Comments