মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

ঐতিহ্যবাহী ইসলামী সমাজ সেবা যুব পরিষদের উদ্যোগে পুরষ্কার বিতরণী ও দোয়ার মাহফিল


জোবায়ের আহমদ:
ঐতিহ্যবাহী কুচারমহল-শ্রীরামপুর-শ্রীরাইনগর-ঘড়ুয়া ইসলামী সমাজ সেবা যুব পরিষদের উদ্যোগে-শীত উপহার সামগ্রী ও অনূর্ধ্ব-১০ অনলাইন গজল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও ২৭তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




বুধবার ১লা ফেব্রুয়ারী ইসলাম কমিউনিটি সেন্টার সিলেট রোড, জুগিডহর মৌলভীবাজার এ বাদ জোহর থেকে খতমে কোরআন,বাদ আছর ১৫টি মাদরাসার ৩৫০ জন এতিম ছাত্রদের মাঝে শীতের উপহার সামগ্রী ও অনূর্ধ্ব-১০ অনলাইন গজল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচারমহল-শ্রীরামপুর-শ্রীরাইনগর-ঘড়ুয়া ইসলামী সমাজ সেবা যুব পরিষদের সভাপতি ইউসুফ আহমদ।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাইফুর রহমান বাবুল সাবেক (সাংগঠনিক সম্পাদক)বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার
জেলা,নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া আলীয়া তরিকার মুর্শীদে মোকাম্মিল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সালাম আরিফ সাহেব,বনশ্রী।মুরাদ আহমদ সাহেব (লন্ডন প্রবাসী)


মোঃআবুল হোসেন,মাওঃআব্দুল হামিদ,মোঃ আব্দুল মুইজ খান,সৈয়দ শামীম আলী,জিল্লুর রহনান,হোসাইন আহমদ,জুবায়ের আহমদ, ইউনুস আহমদ, টিপু সুলতান,রাফি আহমদ,
তাইদুল আমিন,হাঃক্বারী নাফিউল ইসলাম
,ইমরান হাসান,ক্বারি মুস্তাকিম আহমদ,নাজির উদ্দিন,আব্দুল্লাহ আল সাকিব,আফসার খান
জনাব,হাঃখাদেমুল ইসলাম,হাঃজুবায়ের আহমদ।এছাড়া আরও ১০টি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানসহ ছাত্র-ছাত্রী বৃন্দসহ স্থানীয় বিশিষ্ঠ জন ও যুব সমাজের সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



উল্লেখ্য,কুচারমহল-শ্রীরামপুর-শ্রীরাইনগর-ঘড়ুয়া ইসলামী সমাজ সেবা যুব পরিষদের উদ্যোগে ২৭ তম ওয়াজ ও দোয়ার মাহফিলে বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত দেশ বরেণ্য উলামায়ে কেরামগন ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে শিরনী বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

Post a Comment

0 Comments