নিউজ ডেস্কঃ
মৌলভীবাজার রাজনগর উপজেলার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।এইচএসসি পাসকে কেন্দ্র করে তার পরিবার এখন আনন্দের জোয়ারে ভাসছে। এছাড়াও তার এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেল থেকে বাড়িতে ভিড় করতে থাকেন আত্নীয় স্বজনরা। সেই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ।
রিয়াজুল ইসলামের বলেন, আমার আগ্রহ ছিল লেখাপড়া করার। সেই আগ্রহ থেকেই এই বছর বিএফ শাহিন কলেজ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছি।আমার খালাতো বোনের দেয়া উৎসাহ থেকেই পড়াশোনায় মনোযোগী হই। আমার খালতো ভাই সৈয়দ টিপু আলী আমাকে অনেক সাহায্য করেছেন।আমি আমার পরিবারের সকল সদস্যের কাছে চিরঋণী।আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য,সিলেট বোর্ডের গড় পাশের তুলনায় ৮.৯% পিছিয়ে মৌলভীবাজার জেলা। সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ২০২২-এ পাশের হার ৮১.৪০%। মৌলভীবাজারে পাশের হার ৭২.৫০%।
আর জাতীয় পর্যায়ে এবছর পাশের হার ৮৫.৯৫%। সে তুলনায় মৌলভীবাজার পিছিয়ে আছে ১৩.৪৫%।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১৩ হাজার ৯০৩ জন। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮০ জন। পরীক্ষায় ফেল করেছে তিন হাজার ৮২৩ জন।

0 Comments