বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির ১ নং কার্যালয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি লুৎফুর রহমান । তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল মালেক পেয়েছেন ৭০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হন সজল চন্দ্র দাশ । তার নিকটতম প্রতিদ্বন্ধি গাজী মাহমুদ আলম পেয়েছেন ১০৫ ভোট।
এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন সহ সভাপতি বিজয় দেবনাথ ও হাকিম অলিউর রহমান, অর্থ সম্পাদক পদে অরবিন্দু দে, দপ্তর সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক রোবেল হোসেন।
বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিজয় কুমার বৈদ্য ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ রয়েল হোসেন, সুমন চৌধুরী।
0 Comments