মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

কোদালী ছড়া পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

জোবায়ের আহমদঃ

মৌলভীবাজার জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত কোদালী ছড়া, গিয়াস নগর ইউনিয়নের একাংশের পুনঃখননের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর তত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল)  কে এম জহিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংসদীয় আসন মৌলভীবাজার ৩ এর মাননীয় সংসদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নেছার আহমদ এমপি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। মৌলভীবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। 

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার  মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান, গোলাম মোশাররফ হোসেন টিটু। 

স্থানীয় কৃষক ও জনগণের উপস্থিততে সভাস্থল পরিপূর্ণ হয়। সভায় গিয়াস নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন অত্র এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

এলাকার  সমস্যার কথা সমর্থন করে মাননীয়  এমপি মহোদয় নেছার আহমদ বলেন, সদর উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা হাওড়া এলাকায় কৃষি সম্প্রসারণের জন্য অত্র এলাকার ছোট বড় খালগুলোকে কোদালি ছড়ার সাথে সংযোগ করে মনু নদীর পানি কোদালি ছড়ার মাধ্যমে অত্র অঞ্চলে পৌছানোর একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রনয়ণ করার জন্য, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দেরকে বলেছেন। 

মৌলভীবাজার জেলা শহর হইতে কোদালী ছড়ার উৎপত্তি হয়ে এ জেলার অভ্যন্তরে হাইল হাওরে সংযোগ হয়। জেলা শহর সহ অত্র অঞ্চলের পনি নিষ্কাশনের একমাত্র পথ কোদালি ছড়া। এ ছড়া সংস্কার হওয়ার কারনে, পূর্বের মত এখন আর  শহরে জলাবদ্ধতা হয় না। 

খাল পুন;খনন প্রথম পর্যায় হলেও, এখন দ্বিতীয় পর্যায়ে "সংশোধিত" শীর্ষক প্রকল্প এর আওতায়  অবশিষ্টাংশ গিয়াস নগর ইউনিয়ন পরিষদের সম্মুখ হয়ে খালের শেষাংশে মধ্যবর্তী ৬ কিঃ মিঃ খাল, আজ ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় সংসদীয় আসন মৌলভীবাজার ৩ এর মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ পুন:খননের জন্য শুভ উদ্বোধন করেন।



Post a Comment

0 Comments