মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) একাটুনা ইউনিয়নে উলুয়াইল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর মো. নাহিদ আহসান।
থাষ্ট ফর নলেজ এর নির্বাহী সভাপতি বকসি মিছবাহ্ উর রহমানের সভাপতিত্বে ও মো. জুয়েল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. প্রফেসর ফজলুল আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান,উলুয়াইল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল বশির আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও মো. সামছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, সাংবাদিক সরওয়ার আহমদ,গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ চৌধুরী।
0 Comments