জোবায়ের আহমদঃ
২০ এপ্রিল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের দিল্লী রেষ্ঠুরেন্টের হলরুমে প্রবাসী ও প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার লক্ষ্যে গঠিত প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ-কেন্দ্রী কমিটির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লীডার, যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য মনসুর মকিস, বিশিষ্ট লেখক, কলামিষ্ঠ ড. মো: আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এশিয়ান টিভি’র মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ইনডিপেনডেন্ট টিভি’র মৌলভীবাজার প্রতিনিধি তুহিন জুবায়ের, দৈনিক যুগান্তর ও এস এ টিভি’র মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, সাপ্তাহিক মুক্তকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসীন, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি দেলওয়ার হোসেন, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী, সোনালী খবর প্রতিনিধি মহসীন আহমদ, দৈনিক প্রভাত প্রতিনিধি সৈয়দ মঈনুল হক রবীন, মৌমাছিকন্ঠের প্রতিনিধি আহমদ পায়েল, এডভোকেট শেকুল ইসলাম তালুকদার, এডভোকেট কয়েস আহমদ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মামুনুর রহমান চৌধুরী মসু, মনুকন্ঠ টিভি’র স্টাফ রিপোর্টার রায়হান আহমদ, আমাদের মৌলভীবাজার প্রতিনিধি সমরুজ খান, দৈনিক সমাজ সংবাদ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি জোবায়ের আহমদ, জিবি টিভি প্রতিনিধি রুবেল আহমদ, এম এ কাইয়ুম সুলতান, আই নিউজ এর নিজস্ব প্রতিবেদক মোস্তফা আহমদ, সোনালী কন্ঠ প্রতিনিধি মেরাজ আলীসহ অর্ধ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য এডভোকেট হাফিজ আব্দুল আলিম। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা, কুয়েত প্রবাসী মুরাদুল হক চৌধুরী মুরাদ এবং উপদেষ্টা আ হ জুবেদ। উল্লেখ্য প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী ও প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের ২০ জানুয়ারী গঠন করা হয়।


0 Comments