বিশেষ প্রতিনিধিঃ
রবিবার (৭ মে) কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ শাওন ছত্রী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুলাউড়া থানার এসআই মোঃ আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের বিজয়া টু গাজীপুর গামী রাস্তার সামনে থেকে শাওন ছত্রীকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত শাওন ছত্রী কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের সীতারাম ছত্রীর ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
0 Comments