মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মৌলভীবাজারে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত



বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর ১২টায় মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী শেখ রুমেল আহমদ এর উদ্যোগ চৌমুহনী হতে শান্তি মিছিল বের হয়ে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়।

শান্তি মিছিল পরবর্তী সমাবেশে যুব নেতা শেখ রুমেল আহমদ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক প্রার্থী এড. গৌছ উদ্দিন নিক্সনের আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে শান্তি মিছিল বের হয়ে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়।

শান্তি মিছিল পরবর্তী সমাবেশে যুব নেতা এড. গৌছ উদ্দিন নিক্সন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments