জোবায়ের আহমদঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি । ২০ জানুয়ারী দুপুর ১২ টায় মৌলভীবাজার শহরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল বলেন কনকনে শীতে ঠকঠক করে কাপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আর এর মাধ্যমে প্রকাশ প্রায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালবাসা। আমরা আমাদের অবস্থান থেকে চাইলেই এ সকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।
এছাড়া ও অনুষ্টানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আব্দুল হক রাজু। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপলু।মৌলভীবাজার জেলা শাখার টিম লিডার রুনা আক্তার লিজা। প্রবীণ মুরব্বি আব্দুল জলিল প্রমুখ।
0 Comments