মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

সাস্টিয়ান মৌলভীবাজার এর উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত




জোবায়ের আহমদঃ
শনিবার ২ মার্চ, ২০২৪ সাস্টিয়ান মৌলভীবাজার এর উদ্যোগে স্থানীয় হীড বাংলাদেশ কমলগঞ্জে অনুষ্টিত হয়। উক্ত পিকনিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্তিতিতে এক উৎসব মুখর মিলন মেলায় পরিনত হয়।

পিকনিকের আহবায়ক জনাব সুরঞ্জিত ভুষন দাস রায়,  ১ ম ব্যাচ অর্থনীতি ও ম্যানেজার সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা এবং যুগ্ম আহবায়ক জনাব মোঃ সফিউল আলম (শাহিন) যুগ্মসচিব,  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন  মন্ত্রনালয়।

এবং সুজিত কুমার রায়,  এজিএম, সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখা।
সহ উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম তালুকদার- উপজেলা শিক্ষা অফিসার, কমলগঞ্জ। আলোময় রায়,ম্যানেজার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।  জয়নুল হক, অর্থনৈতি প্রথম ব্যাচ।





মোঃ মোকাদ্দুস আলি,ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।  হিমাংশু আচার্য্য,  ডিজিএম সোনালি ব্যাংক পিএলসি। গোবিন্দ কুমার পাল, এজিএম রুপালি ব্যাংক পিএলসি। রিপন চন্দ্র সরকার, এজিএম রুপালি ব্যাংক পিএলসি। নেপাল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক। সমসের রাসেল, পরিচালক অর্থ,  বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়,  সিলেট।  তারেক মাহমুদ,ম্যানেজার সীমান্ত ব্যাংক লিমিটেড।  মোদাব্বের আলি,ম্যানেজার শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড।  মো: সামছুল হুদা,ম্যানেজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।   মহিবুল আলম মুহিব, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রভাংশু সোম মহান,এডিসি জেনারেল, মৌলভীবাজার।

এমদাদুল হক, সহকারী অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আব্দুল হক (অভি),এডিসি রাজস্ব মৌলভীবাজার।  শুভাশিস দাগ জয়, ম্যানেজার যমুনা ব্যাংক লিমিটেড। নিশি মোহন নাথ,ম্যানেজার, রুপোলী ব্যাংক পিএলসি।আবুল কাশেম,সহকারী অধ্যাপক, মদন মোহন কলেজ।   ফয়সাল আহমেদ, প্রভাষক লংলা কলেজ। রিপন চন্দ্র দাস, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা, মৌলভীবাজার। খুশনুর রুবাইয়াত মৌ, ডি ডি,ওয়েল ফেয়ার বোর্ড, সিলেট।  সহ শতাধিক বিভিন্ন সরকারি বেসরকারি  কর্মকর্তা,  শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী,উদ্যোগতা  প্রাক্তন শিক্ষার্থী।
বিভিন্ন ইভেন্টে   খেলাধুলা  এবং পুরস্কার  বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুর রহমান সোহাগ, ম্যানেজার, এনআরবিসি ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখা  ও আশরাফ উল আলম, ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সিলেট শাখা।

সর্বশেষ র‍্যাফেল ড্র,  সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আহবায়ক জনাব সুরঞ্জিত ভুষন দাস রায়  এর সমাপনী বক্তব্যের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments