মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

শমশেরনগর হাসপাতালে লন্ডনের সুপরিচিত মুখ নোয়াখালী জেলার জেসমিন ফেরদৌস এর পঞ্চাশ হাজার টাকা প্রদান

 



সালেহ আহমদ (স'লিপক):

শমশেরনগর হাসপাতাল ফান্ডে লন্ডনের সুপরিচিত মুখ নোয়াখালী জেলার জেসমিন ফেরদৌস নগদ পঞ্চাশ হাজার টাকা (৩৩৫ পাউন্ড) প্রদান করেছেন।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় যুক্তরাজ্য পূর্বলন্ডনের বেথনাল গ্রীণ চটপটি হাউজে বিলেতে বসবাসরত সকল পতনউষারবাসীর আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম (মনির মাস্টার) ও আকমল খাঁনে দ্বয়ের যুক্তরাজ্য সফর উপলক্ষে মতবিনিময় সভায় শমশেরনগর হাসপাতাল কমিটির প্রধান মিডিয়া সমন্বয়ক ও এটিএন বাংলা টিভি ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেল এর আমন্ত্রনে এসে নগদ পঞ্চাশ হাজার টাকা (৩৩৫ পাউন্ড) হস্তান্তর করেন।





মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম (মনির মাস্টার) ও আকমল খাঁন দ্বয়ের যুক্তরাজ্য সফর উপলক্ষে মতবিনিময় সভায় আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং একাউন্টেন্ট তরিকুর রশিদ চৌধুরী শওকত ও এন এইচ.এস. ওয়ারকার নজরুল ইসলাম দ্বয়ের পরিচালনায় অতিথিদ্বয়কে বিলেতে বসবাসরত সকল পতনউষারবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি জিল্লুল হক, আন্তর্জাতিক সমন্বয়ক মইনুল ইসলাম খান, ইষ্ট লন্ডন ইউনিভার্সিটির লেকচারার মাহিনুর রায়হান, সাবেক শিক্ষক রহমত আলী, শওকত খান, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সরফ ঊদ্দিন রুমেল, শমশেরনগর মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের দাতা গোলাম রব্বানী তৈমুর, কমিউনিটি এক্টিভিস্ট নাজমুল ইসলাম ইমন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোত্তালিব লিটন, এটিএন বাংলা টিভি ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেল, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, আরিয়ান আফছার চৌধুরী রাসেল, জেসমিন ফেরদৌস, মিসবাহ, রতন পাল, রুহুল, মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা যুক্তরাজ্য সফররত অতিথিদ্বয়ের কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় এলাকার শিক্ষা বিস্তারে তাদের অবদানের ভূয়সী প্রসংশা করেন। অনুষ্ঠানে বক্তারা বিলেত তথা বাংলাদেশের অত্যান্ত সুপরিচিত পতনঊষারের কৃতিসন্তান প্রয়াত সাংবাদিক ইসহাক কাজলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরীতে বৃটেনে আসা এলাকার লোকজনদের সহযোগীতা করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

যুক্তরাজ্য সফররত অতিথিদ্বয় তাদের বক্তব্যে যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মধ্যেও এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এলাকায় প্রবাসীদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতার কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত সকল প্রয়াত নেতৃবৃন্দের বিভিন্ন অবদানের কথাও তুলে ধরেন। এছাড়াও শমশেরনগর হাসপাতাল নিয়ে তাদের আগ্রহ ও উচ্ছাস উপস্থিত সবাইকে অভিভূত করেছে।

দেশ বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মৌলানা আব্দুল কুদ্দুসের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Post a Comment

0 Comments