মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজারে প্রায় দেড় শতাধিক পেইড পিয়ার ভলান্টিয়ার(পিপিভি) কর্মীর চাকরিপুর্নবহালের দাবিতে মানববন্ধন


জোবায়ের আহমদ:

মৌলভীবাজারের ৪টি উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার পদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।




বুধবার (৩রা জুলাই)বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পরিবার পরিকল্পনার অফিস ২১, পুরাতন হাসপাতাল সড়কের কার্য্যালয়ের সামনে  অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,জুড়ী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম।এছাড়া আরও বক্তব্য রাখেন,পি.পি.ভি সিপা বেগম,পি.পি.ভি জুমুর পাল,পি.পি.ভি প্রমিলা পাল,পি.পি.ভি ঝিমলি দাস,পি.পি.ভি আলফা বেগম,পি.পি.ভি সামিনা বেগম প্রমুখ।


মানববন্ধন শেষে পরিবার পরিকল্পনা ৪টি উপজেলার পক্ষে-পি.পি.ভি সিপা বেগম রাজনগর,পি.পি.ভি সুজিনা বেগম জুরী, পি.পি.ভি সীমা রানীদাস,
পি.পি.ভি জ্যোতি রানী নাথ শ্রীমঙ্গল স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৪ বছর সুনামের সহিত পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে নিয়োজিত থেকে কর্মরত আছি। আমরা নবজাতক শিশু সেবা, স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের সেবা, নবদম্পতি সেবা, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রণয়ন সহ বিভিন্ন মাঠ পর্যায়ের সেবা দক্ষতার সঙ্গে পালন করে আসছি। করোনা কালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করেছি। কিন্তু অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমান ওপি'র মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩০ জুন ২০২৪ থেকে আমাদের চাকরি নেই। স্থানীয় অফিস থেকেও একই আদেশ প্রদান করা হয়েছে। হঠাৎ করে এরকম আদেশ পাওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছি। তাই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য  আমরা জেলা প্রাশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরি স্থায়ীকরণ করার দাবি জানাচ্ছি।


Post a Comment

0 Comments