মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, পুলিশের রাবার বুলেটের গুলিতে মারাত্মক আহত তাকরীম ফাউন্ডেশনের সদস্য ইমন

 


বিশেষ প্রতিনিধিঃ
ইমন মিয়া (জেন্টু), ৪০ বিগত ৪/৮/২৪ ইং তারিখে বিকাল অনুমান ৪ ঘটিকার সময় চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদেরকে সহযোগীতা করায়, পুলিশ সরাসরি রাবার বুলেট চালায় এতে প্রায় ৭৬ টি বুলেট শরীরের বিভিন্ন জায়গায় আগাত প্রাপ্ত হয়। 


তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করা হয়, শরীরের বুলেট বাহির করতে না পারায়, পরে ৫/৮/২৪ ইং তারিখে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের  ডাক্তার উন্নত চিকিৎসার ও বুলেট বাহির করার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। ওসমানী মেডিকেলে বুলেট বের করতে না পারায় ৫/৮/২৪ ইং তারিখে তারিখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা ও বুলেট বের করার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।









৬ তারিখে ঢাকার পথে রওয়ানা করে ৭ তারিখ রাত অনুমান প্রায় রাত ২.৪৫ মিনিটের দিকে  ঢাকা মেডিকেল পৌঁছে ইমার্জেন্সী ডাক্তারের ব্যবস্থাপনায়, পরিক্ষা নীরিক্ষা করে জানান এই মুহুর্তে গুলি বাহির করা সম্ভব নয়। বর্তমানে ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যাথার ঔষধ সেবন করতে হবে, ব্যাথা কমার পর পরবর্তিতে এসে চিকিৎসা করানোর জন্য। বর্তমানে তিনি নিজ বাড়িতে ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

মোঃইমন মিয়া (জেন্টু) মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজী গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

তিনি স্বেচ্ছাসেবী সংগটন তাকরীম ফাউন্ডেশন,মৌলভীবাজারের একজন সদস্য।

Post a Comment

0 Comments