মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

১৪ রমজান শনিবার জামিয়া- দ্বীনিয়া মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল

 



*আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 

রমজান মোবারক। আশা করি ভালো আছেন।

 জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার এর পরিচালনায় ও 

প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র  মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে আগামী ১৫ ই মার্চ ২৫ ঈসায়ী/১৪ রমজান ১৪৪৬ হি: রোজ শনিবার 

৫ টায় দোয়া মাহফিল ও ইফতার এর  আয়োজন করা হয়েছে। 

স্থান ; মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ জামিয়া- দ্বীনিয়া মাদ্রাসা, 

এতে আপনার একান্ত  উপস্থিতি কামনা করছি।

সবাই দোয়া করবেন মহাণ আল্লাহ্ পাক রাব্বুল আল আমিন যেনো এই মহিমান্বিত মাস রমজান এর  উছিলায় দানশীল ব্যাক্তিবর্গ সহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন।

দাওয়াতক্রমে:

হা: মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ,

মুহতামিম, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার।*

হারুনুর রশিদ, প্রেসিডেন্ট, 

হাবিবুর রহমান রানা, সেক্রেটারি, 

জামাল হোসেন, ট্রেজারার,

মোহাম্মদ মকিস মনসুর, 

চ্যারিটি কো -অর্ডিনেটর, 

প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে,

Post a Comment

0 Comments