মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

ঈদের নামাজের জন্য প্রস্তুত মৌলভীবাজারের পৌর ঈদগাহ

 


এহসান বিন মুজাহির ঃ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার সবচেয়ে বৃহত্তম ও প্রাচীনতম ঈদগাহ হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহটির নির্মাণ ইতিহাস ১৯৩২ সালে শুরু হয়, যখন তৎকালীন আসাম পূর্ব বাংলার মন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ (সিআইই) এবং তার পরিবার ৪৫ শতক জমির ওপর ঈদগাহটি স্থাপন করেন। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়, বর্তমানে ১৫৮ শতক জমির ওপর বিশাল এই ঈদগাহ ময়দানটি ছড়িয়ে পড়েছে। এখানে ১৩-১৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে সক্ষম।
ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় তিনটি পর্যায়ে। প্রথম জামাতের ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, দ্বিতীয় জামাতের ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, এবং তৃতীয় জামাতের ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শামছোদ্দোহা।

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমদ জানান, ঈদগাহ মাঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানকার গেট, আলোকসজ্জা এবং পরিচ্ছন্নতার কাজে সজাগ রয়েছে পৌরসভা। এছাড়া, নিরাপত্তার ব্যাপারেও জেলা প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদ জামাত আদায় করতে পারেন।

ঈদের জামাতকে ঘিরে ঈদগাহের আশপাশের এলাকায় বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। ঈদুল ফিতরের দিন পনের হাজারেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে জামাতে অংশ নেবেন। এটি মৌলভীবাজার জেলার ঐতিহ্য এবং মুসলিম উম্মাহর এক মহিমান্বিত আয়োজনে পরিণত হয়েছে।

সূত্র ইনিউজ

Post a Comment

0 Comments