"আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের মুরিদ।
------(কাজী নজরুল ইসলাম)
আজ শনিবার বাদ আসর ১২/০৪/২০২৫ ইং আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার জরুরী সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি , মাওঃমুজাহিদ আলী আজমী সাহেব এর সভাপতিত্বে ,ও সাধারণ সম্পাদক ,মাওঃ শাহ্ মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত,
প্রধান অতিথি হিসেবে, বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি,ও উপজেলা আল ইসলাহ'র সিনিয়র (ভারপ্রাপ্ত) সভাপতি মাওঃ হাফিজুর রহমান চৌধুরী।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন পৌর শাখার সহ-সভাপতি মাওঃ শিরমিজ আলী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহমুদুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদ কারী আব্দুল মোহিত মুন্না, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, মোহাম্মদ হিফজুর রহমান
সহ ,বক্তব্য রাখেন অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি মহোদয় দেশ ও জাতির কল্যাণে ও ফিলিস্তিন,গাজার সকল মুসলমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।।
0 Comments