মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

কমলগঞ্জে হাফিজি মাদ্রাসায় দুইজন উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান।

 


মৌলভীবাজার সংবাদ প্রতিদিন ডেস্কঃ

কমলগঞ্জ পৌরসভার ০৮নং ওয়ার্ড রামপাশা (আংশিক)  আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় মাদ্রাসা হল রুমে হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসার সম্মানিত ২জন উপদেষ্টা আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাকির আহমদকে ও দুবাই প্রবাসী দানশীল ব্যক্তি মোহাম্মদ দুলাল আনসারী কে অত্র মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


এতে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসার খাদেম মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জিবন আহমদ, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ সায়েদ খাঁন, মোহাম্মদ মসুদ মিয়া, দুবাই প্রবাসী মাওলানা শাহ মোহাম্মদ মোতাহির আলী আজমী মুহাম্মদ মসুদ মিয়া ও মাদ্রাসার  ছাত্র-ছাত্রীবৃন্দ।

Post a Comment

0 Comments