মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

ক্লাব ৯৪ মৌলভীবাজার এর আত্মপ্রকাশ

 



রিপোর্টঃজোবায়ের আহমদ
মৌলভীবাজার আত্মপ্রকাশ করলো, ক্লাব ৯৪ (নাইন্টি ফোর)।

১ এপ্রিল সোমবার বিকেলে শহরের কুসুমবাগ এলাকায় খানদানী হোটেলের ফ্যামেলী হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।





৯৪ ক্লাবের এডমিন সোহেল আহমদের সভাপতিত্বে, এবং এডমিন কামরুজ্জামান চৌধুরী শাহীন এর সঞ্চলনায়। উক্ত আলোচনা সভা  বক্তব্য রাখেন,এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজি, মোহাম্মদ আলি,মোঃ নাজিমউদ্দিন,সাইফুর রহমান টিপু,আব্দুল্লা আল মামুন,জিল্লুল বখস্, আফজাল খান,লতিবুর রহমান চৌধুরী মসুদ, মুক্তা,লিকছন চৌধুরী,মনসুর আলম,



 জগলু,জাহাঙ্গীর,রাজু,সুব্রত,মোঃসুবান,মোঃলুৎফুর রহমান, আবুলহুসেন,মোঃশাহিন,মোঃশহিদ,
মুহিবুররহমান, বাবলু রহমান চৌধুরী,রিংকু,টিপু
প্রমুখ। এসময় বক্তব্য বক্তারা বলেন, সমাজে মানুষ এমন সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকা উচিত যাতে একজনের সুখে-দুখে অন্যজন অংশীদার হতে পারে। একজনের বিপদে অন্যজন পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করতে পারে। সমাজের এবং দেশের একজন সুনাগরিক হতে হলে সমাজের প্রতি রয়েছে দায়-দায়িত্ব বা কর্তব্যবোধ।




আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করি। প্রত্যেকই কোনো না কোনো সমাজের নাগরিক। একটি সমাজের নাগরিক হিসেবে সেই সমাজের প্রতি আমাদেরও রয়েছে সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ব-কর্তব্যবোধ।

সমাজের একজন নাগরিক হিসেবে সমাজের সবাইকে নিয়ে ভাবা উচিত। সবার উন্নতি এবং মঙ্গলের কথা চিন্তা করা কর্তব্য। নিজেকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্যদেরও এগিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা উচিত। সমাজের সকল মানুষ এগিয়ে গেলে তবেই সমাজ এগুবে। সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমেই আমাদের পক্ষে একজন প্রকৃত সামাজিক হয়ে ওঠা সম্ভব। উপস্থিত ক্লাবের সকল সদস্য সবাই দেশ ও সমাজের কাজ করে যাবেন বলে একাত্মতা প্রকাশ করেন।

দোয়া ও ইফতার শেষে বেলুন আকাশে উড়িয়ে আত্মপ্রকাশ করা হয়। 

Post a Comment

0 Comments