নিউজ ডেস্কঃ
🎉আজ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বহুল প্রচারিত মৌলভীবাজারের একমাত্র ফেইসবুক পেইজ #NRMedia সম্পাদক সাংবাদিক নাসরিন প্রিয়া'র ২৮তম জন্মদিন।
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ,এই দিনে সবকিছু হউক নতুন করে। জড় জীর্ণ অতীতটাকে রেখ না আর মনে নব উদ্দমে শুরু হক তোমার জীবন।
শুভ হোক তোমার প্রতিটি ক্ষন, প্রতিটি মুহূর্ত আজকের দিনের মতো।
🎉শুভ জন্মদিন🎉।
আজ বারোটায়, একটু খানি
কাটিয়ে ঘুমের রেষ,,,,
চোখটি মেলে, চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
🎉🎂শুভ জন্মদিন 🎂🎉
শুভেচ্ছান্তে- সম্পাদক
মৌলভীবাজার সংবাদ প্রতিদিন।

0 Comments