মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মোহাম্মদ জয়নাল আবেদীন (শিশু) আরোগ্যের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত



বিশেষ প্রতিনিধিঃ

মোহাম্মদ জয়নাল আবেদীন (শিশু) আরোগ্যের জন্য হযরত শাহ্ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

কমলগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ড বাসিন্দা,নোয়াবাড়ীর কৃতি সন্তান, সংস্কৃতি মন্ত্রণালয় সচিবালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র উচ্চপদস্থ কর্মকর্তা, মরহুম শাহ্ কাজল (রহ.) পীর সাহেবের বড় ছেলে ও মরহুম আজমত উল্ল্যাহ ঠিকাদার সাহেবের ভাতিজা আমাদের শ্রদ্ধেয় চাচাতো বড় ভাই মোহাম্মদ জয়নাল আবেদীন (শিশু)। তিনি ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তাই আজ বাদ এশা হযরত শাহ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় তাদের সুস্থতার  জন্য এক বিশেষ  দোয়ার আয়োজন করা হয়েছে। দেশ ও প্রবাসে যারা আছেন  তাঁদের জন্য খাস দোয়া করবেন। মহান মালিক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। 

একই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের এসে আই কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন তিনিও দীর্ঘ দিন থেকে অসুস্থ তিনি বর্তমানে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে iccu  (আইসিসি) ডিপার্টমেন্ট ভর্তি আছেন উভয়কে যেন রবি সুস্থতা দান করেন।

উল্লেখ্য যে,সচিবালয়ে চাকরির সুবাধে তিনি পরিবারিক জীবনের বেশির ভাগ সময় রাজধানী ঢাকাতে কাঠিয়েছেন।

Post a Comment

0 Comments