মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

মৌলভীবাজার সংবাদ প্রতিদিন

এস্পায়ার লিডারশিপ প্রোগ্রামে মৌলভীবাজারের রাব্বি আল ফারাবি

 


মৌলভীবাজার সংবাদ প্রতিদিন ডেস্কঃ
মৌলভীবাজারের এক তরুণ আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নেতৃত্ব উন্নয়ন প্ল্যাটফর্ম, Aspire Leaders Program এ নিজের জায়গা করে নিয়েছেন। রাব্বি আল ফারাবি নামের এই শিক্ষার্থী যুক্ত হয়েছেন এমন একটি উদ্যোগের সঙ্গে, যার প্রতিষ্ঠা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ক্লেইটন ক্রিস্টেন্সেন।

বিশ্বজুড়ে সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য Aspire প্রোগ্রাম একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম, যেখানে তরুণদের মাঝে আত্ম-উন্নয়ন, চিন্তন দক্ষতা, সামাজিক নেতৃত্ব এবং বৈশ্বিক সংযোগ তৈরির সুযোগ দেওয়া হয়। রাব্বি এই প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে অংশ নিয়েছেন বিভিন্ন ধাপের অনলাইন কর্মশালায়, লিডারশিপ চ্যালেঞ্জে এবং লাইভ সেশনগুলোতে।

Aspire কর্তৃপক্ষ তাঁকে ভবিষ্যতের সম্ভাবনাময় নেতা হিসেবে চিহ্নিত করেছে, যা তার জন্য এক গর্বজনক মুহূর্ত এবং একইসাথে তার এলাকার তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা।

রাব্বি বলেন, “Aspire Leaders Program আমাকে বৈশ্বিক নেতৃত্বের জগতে আত্মবিশ্বাসী করে তুলেছে। হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানের এমন একটি উদ্যোগে যুক্ত হতে পারা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন।”

আন্তর্জাতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাব্বি এগিয়ে যেতে চান আরও দূর। Aspire প্রোগ্রাম তার সেই স্বপ্নপূরণের পথে একটি বড় সোপান।

"বিশ্ব নেতৃত্বের মঞ্চে বাংলাদেশের তরুণ রাব্বি"হার্ভার্ডের হাতছানিতে নেতৃত্বের যাত্রা: এস্পায়ার লিডারশিপ প্রোগ্রামে রাব্বি আল ফারাবি মৌলভীবাজারের এক তরুণ আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নেতৃত্ব উন্নয়ন প্ল্যাটফর্ম, Aspire Leaders Program এ নিজের জায়গা করে নিয়েছেন। রাব্বি আল ফারাবি নামের এই শিক্ষার্থী যুক্ত হয়েছেন এমন একটি উদ্যোগের সঙ্গে, যার প্রতিষ্ঠা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির।

রাব্বি আল ফারাবি নিজ জন্মস্থান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাহাদুরগঞ্জ, বালিসহস্র গ্রামের 
আব্দুল মজিদ(প্রয়াত) ও মাতা নাছিমা বেগম সন্তান। 

Post a Comment

0 Comments